
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের বেপারী বাড়ির আম গাছ থেকে জুনায়েদ মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২১মে) সকাল ৮টায় নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করে। জানাগেছে, নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের পুত্র। জুনায়েদ মিয়া ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতো। কিছুদিন পূর্বে জুনায়েদ বাড়িতে এসে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছিল। প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে সে ঘরে শুয়ে পড়ে। কিন্তু বুধবার সকালে স্থানীয় শিশুরা আম কুড়াতে গিয়ে আম গাছে জুনায়েদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের ধারনা সেটি আত্মহত্যা। তবে কি কারনে জুনায়েদ ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে, সে ব্যাপারে জুনায়েদের পরিবার বা প্রতিবেশীরা কিছইু জানেন না। পুলিশ ধারনা করছে কোন প্রেমঘটিত ঘটনা, অথবা পারিবারিক কলহ থাকতে পারে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।