
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় নীতি নির্ধারক সদস্য মোঃ আলমগীর গনির উপস্থিতিতে ও স্বাক্ষরিত জাতীয় সাংবাদিক সংস্থা’র কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ১৯ মে-২০২৫ তারিখে অনুমোদিত কমিটিতে পুনঃ সভাপতি নির্বাচিত হয়েছেন এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশারাত আলী, সহ সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মহিবুল্লাহ, যুগ্ম সম্পাদক ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বিন আকবর, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, সহ কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, সহ তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক ফজলুল হক, ক্রীড়া সম্পাদক জি এম জাহিদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সলেমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি আরাফাত আলী, নির্বাহী সদস্য জি এম সাগর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সাত্তার, সন্মানিত সদস্য ফরিদুল কবীর, মোঃ নুরুজ্জামান ও মোঃ আব্দুল হামিদ। উল্লেখিত কমিটি আগামী দুই বছরের জন্যে কালিগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গতমাসে সাধারণ সভার মাধ্যমে কন্ঠভোটে কালিগঞ্জ শাখার সন্মানিত উপদেষ্টা শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্ছু, শেখ আনোয়ার হোসেন ও এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।