
মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ কালীগঞ্জে ঝড়ে উড়ে গেছে ভিক্ষুকের ঘর, খবর রাখেনি কেউ এই শিরোনামে দৈনিক স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী ভিক্ষুকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাকিনা চাপারতল এলাকার সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী, সৎ ও নিরহংকারী,মানবতার কান্ডারী সমাজসেবক মমতাজ আলী শান্ত। তিনি উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকার আলহাজ্ব মোঃ আইয়ুব আলীর ছেলে।
ওই প্রতিবন্ধী ভিক্ষুক কে নিয়ে প্রকাশিত সংবাদ নজরে আসার পর তিনি ওই প্রতিবন্ধীর ঘর নির্মাণে ১০ হাজার টাকা অর্থ সহায়াতা বিকাশে প্রদান করেন ।
ইতিপূর্বেও তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সাধ্যমত সহায়তা করে আসছেন। যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন মমতাজ আলী শান্তর মানবিক চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। উল্লেখ্যঃ গত ২৮ এপ্রিল প্রতিবন্ধী ওই ভিক্ষুকের একমাত্র সম্বল একটি টিনের ঘর উড়ে গেছে কালবৈশাখী ঝড়ে। ভাঙা ঘরে বসে দুশ্চিন্তায় দু’চোখজুড়ে হতাশার ছাপ ওই প্রতিবন্ধী ইউসুফ আলীর । ঘর উড়ে যাওয়ার ২১ দিনেও কেউ তার পাশে দাঁড়ায়নি।
সহায়তা পেয়ে ওই প্রতিবন্ধী পরিবারটি মানবতার কান্ডারি মমতাজ আলী শান্তর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।