
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ঠিকমতো পড়ালেখা করে সুন্দর জীবন গঠন করতে হবে ও বড় হয়ে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
গতকাল সোমবার দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জানে আলম জিতু। অত্র কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার জামাল উদদীন, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বাদশা, দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান, এডভোকেট রিদুয়ান গনি, উপস্থিত ছিলেন আকবরিয়া সকুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদদীন, কুয়াইশ সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আকবর আলী,বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, মুছা খালেদ,বাবু অশোক কুমার দাশ,নেছার মোহাম্মদ খানঁ,সাইফুল আলম,এডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিন সহ প্রমুখ।