
মোঃ নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১৯ মে ২০২৫ তারিখ বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ১) জোহরা ওরফে পুটি (৫৪), স্বামী- মোঃ হোসেন, সাং-রায়পাড়া, থানা-যশোর কোতয়ালী, জেলা-যশোর, বর্তমান ঠিকানা, সাং-০৫ নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন এবং ২) ময়না খাতুন (১৯), পিতা-আঃ সালাম, সাং-০৫ নং মাছঘাট, গ্রীণল্যান্ড আবাসন, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে ৮ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাঁজার অর্থযোগানদাতা ও পৃষ্ঠপোষক ৩) মাফিজা খাতুন ওরফে মফি (৪১), স্বামী-মোঃ গাউস শেখ, সাং-০৫ নং মাছঘাট, গ্রীণল্যান্ড আবাসন, ব্লক-বি, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করা হয়। তাদেরকে নিকট হতে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।