
নোয়াখালীর সুবর্ণচরে পতিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা নিজেদের বিএনপি সমর্থক দাবি করে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য আলেয়া বেগমের জমি দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার খাসের হাট রাস্তার মাথায় প্রকাশ্যে এই দোকানঘর নির্মাণ করা হয়। এরআগে গত ০২ মে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার খাসের হাট রাস্তার মাথার ওই জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন এবং তার ভাই জাকের হোসেনসহ সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য আলেয়া বেগম অভিযোগ করে বলেন, আমার মালেকীয় ও দখলীয় এক একর ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন ও তার ভাই জাকের হোসেনসহ সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা। গত ৫ আগস্টের পর তারা নিজেদেরকে বিএনপি সমর্থক দাবি করে আমার জমি দখলের চেষ্টা করে। এই নিয়ে আদালতে দুটি মামলা চলমান রয়েছে। থানায়ও অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার সকালে শেখ ফরিদ ও তার ভাই জাকের হোসেন সন্ত্রাসী ভাড়া করে আমার মালেকীয় ও দখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করতে থাকেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাঁধা প্রদান করলে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ধাওয়া করে। এসময় আমি প্রাণে বাঁচতে নিরাপদে আশ্রয় নিয়ে চরজব্বর থানার পুলিশকে ফোন করেও পুলিশের কোন সহযোগিতা পায়নি। পরে বাংলাদেশ সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পে ফোন করলে তারা আমাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিতে পরামর্শ প্রদান করলে আমি সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের কাছে অভিযোগ করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে আদালতের নির্দেশনা ব্যাতিত কাজ না করার নির্দেশ প্রদান করেন।
আলেয়া বেগম জানান, দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে তিনি ঘটনাস্থল ত্যাগ করার পরেই ওই সন্ত্রাসীরা পুনরায় আমার জায়গার মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এই ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী এই নারী।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, আলেয়া বেগম নামের এক নারীর মূখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে ওই নারীর প্রতিপক্ষের লোকজন কৃষি জমির মাটি কেটে দোকানঘর নির্মাণ করছেন। এতে জমির শ্রেণী পরিবর্তন হচ্ছে বিধায় ওই কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং একই সঙ্গে দালিলিকভাবে শ্রেণী পরির্বতনের অনুমতি ব্যাতিত ওই জায়গায় কোন কাজ করা যাবে না মর্মে নিষেধ করা হয়।
ডিআই/এসকে