ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাধবপুরে ভাবি ভাতিজি সহ তিনজনকে হত্যা : একজনের মৃত্যুদণ্ড
খুলনায় ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
খানাখন্দে ভরা শায়েস্তাগঞ্জ দেউন্দি আঞ্চলিক সড়ক
উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল-জরিমানা
নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের।
পুলিশের অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬০৫
রাজাপুরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
নাইক্ষংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি
তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা
তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা
আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সাবধান করল ডিএমপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পল্লী চিকিৎসক অর্জুনে’র

নাইক্ষংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি: সীমান্তে অপরিচিতদের আইনের আওতায় আনতে হবে। রাত ১০ টার পর সীমান্তবর্তী দোকানপাট বন্ধ রাখতে হবে। এছাড়া সীমান্তের ৭ টি পয়েন্টে বিজিবির বিশেষ টহল থাকলে চোরাচালান ৮০ ভাগ বন্ধ হবে। এছাড়া সীমান্তে গিযে স্থলমাইন বিষ্ফোরণে আহতের জিজ্ঞাসাবাদ করারও দাবী তুলেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক এ সভায়। মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মো:মাজহারুল ইসলাম চৌধুরী। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি উপ- অধিনায়ক আশিক ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন,সীমান্তের এপারে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাত-দিন। তবে ওপারে সরকারী বাহিনী নেই। আছে আরকান আর্মি। তারা মিয়ানমার সীমান্তের পুরো অংশ দখলে নিয়েছেন। এখন উভয় পক্ষ যার যার স্বার্থ নিযে কাজ করে চলেছেন। আরকান আর্মি নিজেদের স্বার্থে ল্যান্ড মাইন বসিয়ে
রেখেছে। যাতে এপারের চোরাকারবারীরা সেখানে গেলে আহত হচ্ছেন। তিনি আরো বলেন,সীমান্তে চোরাকারবারী
দল বেপরওয়া। বিজিবি প্রানান্ত চেষ্টা করছে। আর বিজিবির গতিবিধি পর্যবেক্ষণের জন্যে চোরাকারবকরীদের নিয়োগকৃত শ্রমিক বা “চেকার”এর কারণে টহলের লক্ষ্য পূরণ হয় না অনেক ক্ষেত্রে। কেননা সীমান্ত যত চোরাকারবারী তত “চেকার”।
আর চোরাকারবারকে কেন্দ্র করে স্বশস্ত্র ডাকাতদলের সৃষ্টি হয়েছে।
পক্ষান্তরে বিজিবি সদস্য সংকটের মাঝেও সীমান্ত পাহারা ও চোরাচালান বন্ধে সর্বোচ্চ সতর্কাবস্থায় কাজ করছে।সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু,থানার অফিসার ইনচার্জ মাশরুরুল হক,গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপপরিচালক মোহাম্মদ হোসেন,কৃষি অফিসার এনামুল হক,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দুপক সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান ও মহিলা মেম্বার জাইতুন নাহার প্রমূখ।এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গোয়েন্দা সংস্থার সদস্য ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় পাহাড়কাটা,চাঁদাবাজ সন্ত্রাসী ,বালুখোকো ও অন্যান্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

শেয়ার করুনঃ