
আল আমীন নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকা থেকে ভারতীয় জিরা পাচারের সময় ৩৮ বস্তা জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকার নূর মোহাম্মদের পুত্র ওমর ফারুক (৩২) এবং তারানী এলাকার রবি হোসেনের পুত্র আশরাফুল করিম রাসেল (৩০)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারতীয় পণ্য দেশে পাচার করে আসছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান “গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে কালাকুমা বাজার সড়কে অভিযান চালানো হয়। এসময় একটি ইঞ্জিনচালিত ভটভটি তল্লাশি করে ৩৮ বস্তায় মোট ১১৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৭০ হাজার টাকা।”
উদ্ধারকৃত জিরার পরিমাণ ও ব্র্যান্ড অনুযায়ী বিশ্লেষণ নিম্নরূপ:
K.S. GOLD ব্র্যান্ডের জিরা: ৩০ কেজি করে ৩৬ বস্তায় ১০৮০ কেজি
CHAND TARA ব্র্যান্ডের জিরা: ৩০ কেজি করে ২ বস্তায় ৬০ কেজি
মোট: ১১৪০ কেজি জিরা, বাজারমূল্য আনুমানিক ৫,৭০,০০০ টাকা
চোরাচালানে ব্যবহৃত ইঞ্জিনচালিত ভটভটি গাড়িটিও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি সোহেল রানা আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নালিতাবাড়ী থানা এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।