
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ চট্টগ্রামে বন্দর ও মানবিক করিডর নিয়ে অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপত্তার ঝুঁিকর আশঙ্কা থাকায় মানবিক করিডরের সিদ্ধান্ত বাতিল সহ নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সংসদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়। মঙ্গলবার (২০ মে) সাবেক বিগ্রেডিয়ার জেনারেণ অব: ড. শামছুল ইসলাম শামছ সূর্য্যরে নির্দেশনায় নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, সাবেক কাউন্সিলর অলি উল্লাহ অলী, জসিম উদ্দিন, আব্দুল মান্নান ভূইয়া, আলী আসলাম ভূইয়া, বাহাউদ্দিন, আকরাম হোসেন ফেরদৌস সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।