যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত ঘটনার জেরে হামলা ও মারপিটের ঘটনায় শিশুসহ একই পরিবারের ছয়জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাটি গ্রামে, গত শুক্রবার সকালে (১৬ই মে) উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া- জে,কাঠি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, আব্দার আলী (৬৩) আনেছা বেগম (৬০) শাহেদা (৩০) শুভ (১৫) স্বপ্না হুসাইন (৩০) ও সাংবাদিকের শিশু কন্যা ফারিয়া (১৫) মাস।
অভিযুক্তরা হলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন, তিনি জে,কাঠি বাকুড়া গ্রামের মৃত সেলিম সরদারের ছেলে ও একই গ্রামের আমির হোসেন আমু।
প্রত্যাক্ষদর্শী নিজাম বলেন, গত কয়েক মাস ধরে জমাজমি নিয়ে বিরোধ চলছে, কিছু দিন আগে আমির হোসেন সহ আরোও শরিকরা তাদের জমি মেপে মিমাংসা করে দেয়, ঘটনার দিন জমি চাষ দিতে গেলে তোরা কোন জমি পাবি না বলেই কবির, আমু রড ও শাবল নিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে।
এই বিষয়ে ভুক্ত ভোগীরা বলেন কবির এসে লাঠি চাইলে মোবারকের বৌ রড এনে দেয় ও আমির হোসেন শাবল নিয়ে মাথায় আঘাত করলে শিশু বাচ্চাটি মারাত্মক জখম হয়।
অভিযোগ কারি বলেন, বাসা থেকে ফোনে জানতে পারি যে আমার শিশু বাচ্চা সহ অনেকেই জখম হয়েছে, আমি তাদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে ২ জনকে ভর্তি করে ও শিশু বাচ্চাকে যশোর মেডিকেল কলেজে রেফাড করে দেয়। মামলা হয়েছে কি না জানতে চাইলে বলেন ঝিকরগাছা থানায় একটি এজাহার দায়ের করেছি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, জমিজমা সংক্রান্ত ঘটনায় একটি এজাহার পেয়েছি, উক্ত ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।