ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার গোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন বলেন,

গতকাল রাত অনুমান ৯টা নাগাদ আমার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ি ফিরছিল। এ সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ মোড়ে পৌঁছালে ৮-১০ জন ছিনতাইকারী রশি দিয়ে তার পথরোধ করে।

এরপর মারধর করে হাত-পা, মুখ বেঁধে মোটরসাইকেল, ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’ এ ঘটনার কিছু সময় পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে রাণীনগরে ফিরছিলেন।

এ সময় একই স্থানে তাঁকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। তাঁর হাত-পা, মুখ বেঁধে একটি মোটরসাইকেল, ৫ হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এবং ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ