
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে।
সোমবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বললেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনিত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি আরো বলেন,আমরা চাই আগামী প্রজন্ম মূল্যবোধ সম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক, যেখানে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জামায়াতে ইসলামী বিশ্বাস করে, সুস্থ মন ও দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করে যাব ইনশাআল্লাহ।প্রাণবন্ত এই ম্যাচে তিলকপুর ইউনিয়ন দল ৩-২ গোলে আক্কেলপুর পৌরসভা দলকে পরাজিত করে জয় লাভ করে। এই আয়োজনকে ঘিরে স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ক্রীড়া, সংস্কৃতি এবং জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।