
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট হিলি মোড় ওসমানপুর সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিতহয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা চত্বরে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপর কলোনী বাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন করেন, আফছারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপকজালাল উদ্দীন।সংবাদ সম্মেলনে তিনি জানান,ত ৎকালীন ভারত সম্রাট অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ র্পূব পাকিস্তানের
নাগরিকত্ব গ্রহণ করলে আগত মুসলিম রিফিউজি সৈনিক ও তাদের পরিবারর্বগকে র্পুনবাসনের লক্ষ্যে ১৯৫৩ সালে ত ৎ কালীন সরকার ৬৮/৪ অফ ৫২-৫৩ নং এল.এ কেসমূলে অধিগ্রহণ করে পরর্বতীতে ১৯৫৮ সালে স্থায়ীভাবে র্পুনবাসনের লক্ষ্যে বসবাস ও চাষাবাদের জন্য প্রত্যেক মহাজেরদরকে ৫ একর করে জমি বরাদ্দ
প্রদান করে। এতে আমাদের মৌরশগণ বাড়িঘর র্নিমাণ করে খাজনা-খারিজ ও এস.এ খতিয়ান প্রস্তুত করে। পরর্বতীতে সন
সন খাজনাদি প্রদান করে আমরা উত্তরাধিকার সূত্রে ভোগদখল করে আসতেছি। এমতাবস্থায় প্রতিপক্ষএম.এফ.আর.ও কতৃপক্ষ উক্ত জমি বেআইনী স্বত্ব দাবি করে বিধি বর্হিভূত ৯৯ ব সরের জন্য লিজ/কবুলিয়াত নেওয়ার জন্য জুলুম করে আসছে। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় র্বতমান আর.এস জরিপে ২৯, ৩০ ও ৩১ বিধি ধারায় কেস দিয়ে উক্ত জমি তাদের নামে রের্কড করার জোর অপচেষ্টা সহ কৌশলে হুমকি প্রর্দশন করে আসছে।
ইতোমধ্যে ওসমানপুরে সেনাক্যাম্প স্থাপন করেছে।র্বতমানে আমরা মহাজের পরিবার সহ বন্যা কবলিত বিভিন্ন জেলা থেকে আগত নিঃস্ব ও অসহায় হাজার হাজার পরিবার চরম উ ৎ কন্ঠা,আতঙ্কিত অবস্থায় নিরাপত্তা হীনতায় মানবেতর জীবনযাপন করতেছি। এ অবস্থায় ওসমানপুর সেনাক্যাম্প করায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদে জানাচ্ছি।এর আগে উপজেলা র্নিবাহী র্কমর্কতার র্কাযালয়ে কলোনী বাসীর পক্ষে ব্যারিস্টার সানি আব্দুল হক বাংলাদেশ সেনাবাহিনীর র্কমর্কতাদের সাথে আলোচনা করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, এখানে একটি সুন্দর ও গঠনমূলক আলোচনা হয়েছে। এটিই শেষ আলোচনা নয়। সবাইকে শান্ত থেকে বিষয়টি মোকাবেলা করতে হবে। এছাড়া সেনাবাহিনীর র্কমর্কতারা কাউকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন। শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর
র্কমর্কতাদের সাথে কোন আলোচনা করতে হলে প্রয়োজনে আমার নিকট আসবেন। আমি তাদের সাথে কথা বলে আপনাদের আলোচনার ব্যবস্থা করে দিবো।