
আল-ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় অতিদরিদ্র পরিবারের দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর গুরুত্ব বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ জিলুফা সুলতানা। তিনি বলেন,
“দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের গৃহীত বহুমুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি অত্যন্ত কার্যকর। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এসব উদ্যোগ বড় ভ‚মিকা রাখছে।” সেমিনারে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, পঃ পঃ কর্মকর্তা কাজী আতিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা শরিফা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও সুধীজন। বক্তারা বলেন, পল্লী সমাজসেবা কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য অবদান রাখছে। এই কার্যক্রমের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। সেমিনারে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন এবং দারিদ্র্য নিরসনে সমন্বয়িিভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। সেমিনার আয়োজন ও বাস্তবায়নে জলঢাকা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিক সহযোগিতা করেন।