
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইভলভ্ প্রকল্প,( র্ডপ) এর আয়োজনে ১৯ মে সোমবার দুপুর ১২ টায় উপজেলা পর্যায় সামাজিক জবাবদিহিতা তৈরিতে করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক জবাবদিহিতা তৈরীতে করনীয় নির্ধারনে কর্মশালার শুরুতে প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার এর প্রেজেনটেশন উপস্থাপনায় কর্মশালায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। কর্মশালায় সামাজিক জবাবদিহিতা তৈরিতে করণীয় উপর আলোচনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এ, কে এম ইখতিয়ার উদ্দিন, সমাজ সেবা অফিসার গৌতম বিশ্বাস, প্রাণী সম্পদ অফিসার ডা. আবু হানিফ, নিশানবাড়ীয়া ইউপি সচিব মো. সালাউদ্দিন, সিএসও প্রতিনিধি মো. সুমন জোমাদ্দার, সুফিয়া খাতুন প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং ইভল্ভ প্রকল্প,র্ডপ এর কর্ম এলাকার ৬ ইউনিয়ন পরিষদ সচিব, সিএসও প্রতিনিধি, সিবিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।