
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপি ক্লাইমেট -স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধেধন করা হয়েছে।
১৯ মে সোমবার থেকে এ মেলা চলবে তিন দিন।মেলার শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। মেলা উপলক্ষে বেলা ১১ টায় এক র্যালি বের হয়ে উপজেলার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ মাঠে মেলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কাটা শেষ করে অতিথি বৃন্দ কৃষি মেলার ১০টি ষ্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাবু রমেষ চন্দ্র ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইখতিয়ার হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু ও উপজেলা কৃষক দল নেতা. মো. ইউনুস আলীসহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।