
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আসন্ন ঈদুল আজহার আগে ফুটপাত মেরামতের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাতমসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, এ কে খন্দকার সড়ক, মহাখালী থেকে গুলশান-১ সড়ক ইত্যাদি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ডিএনসিসি’র প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন ডিএনসিসি প্রশাসক।
প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসি’র ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী কর্তৃক জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সড়কসমূহের মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে এবং আসন্ন ঈদের আগে মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতসমূহের মেরামতের আগের ছবি ও মেরামতের পরের ছবি ব্যবহার করে প্রতিবেদন দাখিলের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক।
ডিআই/এসকে