
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,হৃদয় (৩১),শ্রীনাথ মন্ডল (২৫),আসাদ (৫৫),কুরবান(২৬), সাকিব (২২),সজিব (১৯),পারভেজ(২০),মোশাররফ(২৫),রুবেল(২৭),রিয়াজ(১৮),শাহীন(২৮),ইমন(২৫),রকি(২২),রাজা(৩৮),তুষার(২৫),সজল(২৮),হেলাল(৩৭),হৃদয়(২১),মুরসালিন(২০),মামন(২০),সাফায়েত(২০),শুভ(১৯),সালমান(১৮),মাজহারুল (১৮),রাব্বি (১৮),আবজাল(১৯),ইয়াসিম (১৯),জহিরুল (১৯),বাবু(১৯),রুমান(২১),জহিরুল(১৮),সুমন(৩০),সোকেল(১৮),এমদাদুল (২৫),সাগর (২২),শাকিব(২০),উজ্জ্বল (৩১),আকরাম(২০),জিসান(২৩),জিল্লুর (২৩),
শাহিন(২১),শাকিব(২২),রিয়াজ(২৮) ও সোহাগ (২৮)।
রবিবার (১৮ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে গত ১৫ তারিখ গভীর রাতে পাটালি গ্রুপের সদস্যরা মোহাম্মদপুরস্হ ইত্যাদি মোড়ের ভিকটিম রাব্বির বাসায় সামনে পরিবারের ৬ সদস্যদের কে নৃশংসভাবে কুপিয়ে আহত করে।এর প্রেক্ষিতে থানা পুলিশ কর্তৃক এই অভিযান চালায়।
সোমবার ( ১৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,রবিবার (১৮ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি বিশেষ অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ডিএমপি মামলায় ২৭ জন, মাদক মামলায় ২ জন,দ্রুত বিচার আইনে ৮ জন,চুরি মামলায় ১ জন, গ্রেফতারি ওয়ারেন্টে ৫ জনসহ অন্যান্য-১ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে