
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহটির পরিচয় মিলেছে। সোমবার (১৯ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত ওই যুবকের নাম সোহানুর রহমান সজিব (২০), তার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ডেফুলীবাড়ি। সে ওই গ্রামের মৃত. নুরুল ইসলাম বাচ্চুর ছেলে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ সকাল ৯ টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর একটি দল লোহাগড়া থানায় এসে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে পিবিআই ও থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে। মরদেহটি রেলের জায়গাতে পাওয়া গেছে যে কারনে জিআরপি পুলিশের খুলনা থানাকে অবহিত করা হলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবে।