জয়পুরহাটের পাঁচবিবিতে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে স্কুলের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের উপাধ্যক্ষ পারুল রাণী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের স্কুলের শিক্ষার্থীরা বরাবরের মতোই খুব ভালো ফলাফল করেছে।সন্তানরা যাতে আগামীতে আরো ভালো ফল করতে পারে। সেজন্য প্রতিটি অভিভাবককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। যেন শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ অনুষ্ঠানটা আরো বড় পরিসরে করতে পারে স্কুল কর্তৃপক্ষ।
আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন,স্কুলের সিনিয়র শিক্ষিকা মোছাঃনাহিদা আক্তার, অফিস সহকারী মোছাঃ আরজিনা বেগম,অভিভাবক সাবিনা ইয়াসমিন, হাফিজা আক্তার ও আয়েশা সিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানে ৩জন আদর্শ মাকে “শ্রেষ্ঠ মা” ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট সহ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।