
রাজধানীর মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৮মে) সন্ধা ৭টা ৫৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম।
মো.আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা সন্ধা ৭টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ৮ টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে। এছাড়াও সাহায্যে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২ টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২ টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে।
এখন পর্যন্ত আগুনের সুত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি এই কর্মকর্তা।
ডিআই/এসকে