
রাজধানীর গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা করেছে দলটির নেতাকর্মীরা। এসময় সেখান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার(১৮ মে) সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আটকের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিআই/এসকে