ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক
জমি দখল ও হয়রানির অভিযোগে রায়পুরে সংবাদ সম্মেলন

জমি দখল ও হয়রানির অভিযোগে রায়পুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক রায়পুর লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রবাসী নাগরিক আমির হোসেন (৭০) আজ রায়পুর মার্চেন্টস একাডেমি মার্কেটে আরিফ হোসেনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জায়গা-জমি সংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত মোট ৫৩ শতাংশ জমি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখল করে রেখেছে।সংবাদ সম্মেলনে আমির হোসেন বলেন, তিনি মধুপুর, পৌর ৫নং ওয়ার্ডের বাসিন্দা। জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটানো এই নিরীহ মানুষটি দেশে ফিরে দেখতে পান, তার জমি মোঃ জসিম জমাদ্দার ও তার পিতা সবুউল্লাহ গং অবৈধভাবে দখল করে রেখেছে। তিনি জানান, উক্ত ব্যক্তি দু’জন বহিরাগত এবং তাদের বিরুদ্ধে একাধিকবার থানায় সালিশ ও আদালতে অভিযোগ করা হয়েছে। প্রতিবারই সালিশ ও আদালতের রায় তার পক্ষেই এসেছে। তবে বিবাদীরা কোনো সিদ্ধান্ত মানতে নারাজ।

তিনি আরও অভিযোগ করেন, ৪৬৩ খতিয়ানের ৭৮৩ নম্বর দাগে ৪০ শতাংশ এবং ৪৬৬ খতিয়ানের ৮১৩ নম্বর দাগে ১৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তারা দখল করে রেখেছে। উপরন্তু, তারা বর্তমানে উল্টোভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও অপবাদ দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে তার ভাগিনা মোঃ আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছে, অথচ সে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

সংবাদ সম্মেলনে আমির হোসেন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি একজন প্রবাসী ও আইন মান্যকারী নাগরিক। দেশে ফিরে আমার নিজস্ব সম্পত্তির উপর দখল নিতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

শেয়ার করুনঃ