
নিজস্ব প্রতিবেদক রায়পুর লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রবাসী নাগরিক আমির হোসেন (৭০) আজ রায়পুর মার্চেন্টস একাডেমি মার্কেটে আরিফ হোসেনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জায়গা-জমি সংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত মোট ৫৩ শতাংশ জমি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখল করে রেখেছে।সংবাদ সম্মেলনে আমির হোসেন বলেন, তিনি মধুপুর, পৌর ৫নং ওয়ার্ডের বাসিন্দা। জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটানো এই নিরীহ মানুষটি দেশে ফিরে দেখতে পান, তার জমি মোঃ জসিম জমাদ্দার ও তার পিতা সবুউল্লাহ গং অবৈধভাবে দখল করে রেখেছে। তিনি জানান, উক্ত ব্যক্তি দু’জন বহিরাগত এবং তাদের বিরুদ্ধে একাধিকবার থানায় সালিশ ও আদালতে অভিযোগ করা হয়েছে। প্রতিবারই সালিশ ও আদালতের রায় তার পক্ষেই এসেছে। তবে বিবাদীরা কোনো সিদ্ধান্ত মানতে নারাজ।
তিনি আরও অভিযোগ করেন, ৪৬৩ খতিয়ানের ৭৮৩ নম্বর দাগে ৪০ শতাংশ এবং ৪৬৬ খতিয়ানের ৮১৩ নম্বর দাগে ১৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তারা দখল করে রেখেছে। উপরন্তু, তারা বর্তমানে উল্টোভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও অপবাদ দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে তার ভাগিনা মোঃ আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছে, অথচ সে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।
সংবাদ সম্মেলনে আমির হোসেন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি একজন প্রবাসী ও আইন মান্যকারী নাগরিক। দেশে ফিরে আমার নিজস্ব সম্পত্তির উপর দখল নিতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।