
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস)’র উদ্যোগে গত দুইদিন ব্যাপী পটুয়াখালী গলাচিপা উপজেলার হোগোলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগকালীন স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জলী রানী রয় প্রধান শিক্ষক হোগোলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক এর প্রতিনিধি । উক্ত কর্মশালায় প্রশিক্ষণের বিষয়বস্তু,দুর্যোগের প্রকারভেদ ও ঝুঁকি মূল্যায়ন,প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা,রোগ নিয়ন্ত্রণ ও মহামারী প্রতিরোধ ,স্বাস্থ্যবিধি ও পয়ঃনিষ্কশন ,মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহায়তা,যোগাযোগ ও সমন্বয়,দূর্যোগকালীন তথ্য ব্যবস্থপনা বিষয় গুলোর উপস্থাপন করা হয়।তাছাড়া সি আই এস এর স্বাস্থ্য কর্মকর্তা গর্ভবতী মায়ের সুরক্ষা, শিশুর স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয় নিয়ে আলোচনা করেন।পরিশেষে উপস্থিতিদের গ্ৰুপ আলোচনার মাধ্যমে তাদের মতামত গ্ৰহন করা হয়।