ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক
জমি দখল ও হয়রানির অভিযোগে রায়পুরে সংবাদ সম্মেলন
হোগোলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগকালীন স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা
পথচারী ও সাইক্লিস্টদের নিরাপত্তায় প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’
উলিপুরে তিস্তার চরাঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের পাশাপাশি বাদাম-চাষ করেও দুশ্চিন্তায় কৃষকেরা
ব্রহ্মপুত্রকে বাঁচাতে ব্রহ্মপুত্র কনভেনশন
তানোরে নুর মোহাম্মদের উদ্ভাবনী জাতের ধানে এক চালেই ভাত সহ বাহারী সব খাবার

তানোরে নুর মোহাম্মদের উদ্ভাবনী জাতের ধানে এক চালেই ভাত সহ বাহারী সব খাবার

সাইদ সাজু, তানোর থেকে ঃ রাজশাহীর তানোরে স্বর্ণ পদক প্রাপ্ত আদর্শ কৃষক (কৃষি বিজ্ঞানী) নুর মোহাম্মদের নূর মোহাম্মদ কৃষি পরিষেবা ফার্মের গবেষণা প্লটের ৩৩ টি সারি ও জাতের মধ্যে নূর ধান ২ কর্তন করা হযেছে। এক চালেই ভাতসহ বাহারী সব খাবার পাওয়া যাবে। কর্তন মাড়াই ঝাড়ায় শেষে শুকনা ওজনে হেক্টর প্রতি ৮ মেট্রিক টন ( বিঘা পতি ২৬ মণ)। চাল হেক্টর প্রতি ৫.৩ মেট্রিক টন বিঘা প্রতি ১৬.৬ মন ফলন পাওয়া যায়। পূর্ন বয়স্ক গাছের গড় উচ্চতা ১১৩ সেন্টিমিটার, কুশির সংখ্যা গড় ১১, টি, ছাড়ার দৈর্ঘ্য গড় ২৬ সেন্টিমিটার। ১০০০ পুষ্ট দানার ওজন ১২.৭০ গ্রাম। জীবনকাল ১৪০ দিন। ভাত সরু চিকন।

বুধবার সকালে নুর ২ জাতের নতুন ধান কর্তনের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের তানোর শাখা ব্যবস্থাপক সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোফাজ্জল ইসলাম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাকির হোসেন সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আনারুল ইসলাম, কৃষক নওশাদ আলী, ময়েন উদ্দীন, সহ এলাকার কৃষক বিন্দু উপস্থিত ছিলেন। খরা প্রবন বরেন্দ্র অঞ্চল ও বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে চাষের উপযোগী। উদ্ভাবিত সারিগুলোর বৈশিষ্ট্য গাছ মজবুত সহজে হেলে পড়ে না। রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম। স্বল্প জীবনকাল, উচ্চ ফলনশীল, সরু চিকন, সুগন্ধিযুক্ত ও খরা সহিষ্ণু। খরা সহিষ্ণু সারিগুলো প্রজনন কালে ১৫ থেকে ২০ দিন সেচ বা বৃষ্টি না পেলেও খরা মোকাবেলা করে ভালো ফলন দিতে সক্ষম। খরা সহিষ্ণু সারিগুলোর জীবন কাল কম হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ধান কেটে ঘরে তোলা যাবে।

আগাম ওঠার কারণে সেচের খরচ কম লাগবে। ভালো বাজার দাম পাওয়া যাবে। যে কারণে সারিগুলো বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী। সরু চিকন সারির চাল থেকে ভাত, পোলাও, বিরানি, তেহারি, খিচুড়ি, পায়েস, পান্তা ও ক্ষীর পাওয়া যাবে। তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের একজন প্রগতিশীল উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কৃষক নূর মোহাম্মদ। কৃষক পর্যায়ে কৃষি উন্নয়নে দেশ গড়ার প্রচেষ্টায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতার সাথে গবেষণা করে উদ্ভাবন করেছেন আউশ, আমন, বোরো ধানের বিভিন্ন কৌলিক সারি।

শেয়ার করুনঃ