মাদারীপুর কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে এক সপ্তাহের মধ্যে দুই শিশু নিখোঁজ হয়ে গেলো,এখন পর্যন্ত নিখোঁজ হওয়া দুই শিশুর একজনকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।এতে উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল।নিখোঁজ শিশুরা হলো কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের সৌদি প্রবাসী নাসির মৃধার মেয়ে নাছিমা আক্তার (৮) এবং কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জায়গির গ্রামের দুবাই প্রবাসী রেজাউল করিম বাবুর মেয়ে ইসরাত (৮)।পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জুন) রাতে কাশিমপুর গ্রামের সৌদি প্রবাসী নাসির মৃধার মেয়ে নাছিমা আক্তার, তার মা ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। রাত আনুমানিক ১১টার দিকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।তবে ঘটনার ছয় দিন পার হলেও এখনো শিশুটির কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।