ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক
জমি দখল ও হয়রানির অভিযোগে রায়পুরে সংবাদ সম্মেলন
হোগোলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগকালীন স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা
পথচারী ও সাইক্লিস্টদের নিরাপত্তায় প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’
উলিপুরে তিস্তার চরাঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের পাশাপাশি বাদাম-চাষ করেও দুশ্চিন্তায় কৃষকেরা
ব্রহ্মপুত্রকে বাঁচাতে ব্রহ্মপুত্র কনভেনশন
তানোরে নুর মোহাম্মদের উদ্ভাবনী জাতের ধানে এক চালেই ভাত সহ বাহারী সব খাবার

ড্রেজিং কাজ শেষে,৫ দিন পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল

পাঁচ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে ফেরি চলাচল। রবিবার (১৮ মে) ভোর ৬ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ( সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি আরোও বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে রবিবার (১৮ মে) ভোর ৬ টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে।
সওজ,রাঙামাটির উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন,শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে ।

এদিকে এদিকে রবিবার (১৮ মে) সকাল সাড়ে ৬ টায় চন্দ্রঘোনা ফেরি ঘাটে কথা হয় ফেরির কর্মচারী মো: আরমান এবং ফেরির চালক সিরাজ এর সাথে। তাঁরা বলেন, ড্রেজিং এর কাজ শেষ হবার পর আজ রবিবার ভোর ৬ টা হতে ফেরি চলাচল করছে।

এসময় ফেরিঘাটে কথা হয় ট্রাক চালক মো: নাছির, মোটর সাইকেল আরোহী সোহেল চাকমা এবং সিএনজি চালক আবদুল মোনাফ ও মো: আলমগীর হোসেন এর সাথে। তাঁরা বলেন, আজ রবিবার ভোর ৬ টা হতে ফেরি চলাচল করছে। এতে আমাদের ভোগান্তি কমেছে। প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।।

শেয়ার করুনঃ