
রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
রবিবার (১৮মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার (১৭মে) দিনব্যাপী আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, শনিবার (১৭মে) দিনব্যাপী আদাবর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো.মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো.পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন(২৩), মো.স্বপন(২৪) এবং সালাম ওরফে সুমন(২৩)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে