ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক
বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী

পঞ্চগড়ের বোদা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিএসএফের পুশইন করা অনুপ্রবেশের সময় নারী-শিশু সহ ১১ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় পুশইন করা হয়।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নিরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয়রা পরে বিজিবি ক্যাম্পে অবগত করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করে আসছিলেন তারা। গত ২ মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে বিমান যোগে বাংলাদেশী মোট ১২৫ জনকে শিলিগুড়ী বিমান বন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশইন করে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় বোদা থানায় হস্তান্তর করা সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দীন জানান, সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করে বিজিবি বোদা থানায় সোপর্দ করেছে। বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করার পর আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বোদায় ককটেল বিস্ফোরণ মামলায় ইউপি চেয়ারম্যান আটক
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় পুলিশ অভিযান চালিয়ে চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো নজরুল ইসলাম (৬০) কে আটক করেছে। শনিবার (১৭ মে) দুপুরে তার নিজ বাড়ী বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়েরডাংগা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আটককৃত নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন কালীন অবস্থায় নৌকা প্রতিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাংগা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা সোহাগ হোসেন ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামী করে বোদা থানায় বিস্ফোরকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দীন বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম কে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ