ঢাকা, শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী
ঘোড়াঘাটে মসজিদে তাওহীদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
মতিঝিল তিন তলা ভবনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কুষ্টিয়ায় ‘হাজার দুয়ারী’ শপিং কমপ্লেক্স উদ্ভোধন করলেন দানবীর আলাউদ্দিন আহমেদ
আইএসপিআরের বিজ্ঞপ্তি:ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা

তিল তিল করে জমানো টাকা পদ্মা ব্যাংকে আমানত রেখে প্রতারিত হয়েছেন আমানতকারীরা। তারা বলছেন নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভেবে ব্যাংকে আমানত রেখেছিলেন।

কিন্তু বিগত সরকারের ছত্রছায়ায় একটি চক্র দেশের ব্যাংকিং খাতকে লুটের রাজ্যে পরিণত করেছে।

আমানতকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে। দিশেহারা আমানকারীরা ব্যাংক সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরে সমাধান পাচ্ছেন না। অনেকে পদ্মা ব্যাংক কর্মকর্তাদের হাতে পায়ে ধরেও টাকা তুলতে পারছেন না।

শনিবার (১৭ মে) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে ব্যাংকটির আমানকারীরা অর্থ ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি সুনির্দিষ্ট সময়সীমাসহ রোডম্যাপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

পাশাপাশি- বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা; অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোট বাতিল এবং সম্পদ জব্দের নিদের্শনার দাবি জানিয়েছেন। অন্যথায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে মো. ইব্রাহিম বলেন, এখানে শুধুমাত্র আমাদের দুঃখ-কষ্ট জানাতে আসিনি, বরং বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ একটি ব্যাংকিং দুর্নীতির বিষয় জনসম্মুখে উন্মোচন করতে করতে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে- সুপরিকল্পিত আর্থিক কেলেঙ্কারির হোতাদের প্রকাশ্যে আনা। যারা দুই লাখ আমানতকারীর সঞ্চয়, পেনশন এবং ব্যাবসায়ীক অর্থ লুট করে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় প্রশ্ন- ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের পর, কীভাবে তারেক রেজা খান পদ্মা ব্যাংক থেকে পদত্যাগের পর, ব্যাংক ত্যাগের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন এবং এখনো ব্যাংকিং খাতে সক্রিয় রয়েছেন? আরও উদ্বেগজনক হলো- তার সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ সহযোগীরাও বিভিন্ন ব্যাংকে দায়িত্বে রয়েছেন, যেন কিছুই ঘটেনি। এটি শুধু বিচারহীনতার একটি উদাহরণ নয়, বরং বাংলাদেশের আর্থিক খাতের ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রতি চরম অবহেলার প্রতিচ্ছবি। আমরা জানতে চাই- কে বা কারা এইসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করছে? এ ধরনের অপরাধীদের প্রতি শিথিলতা যদি চলতে থাকে, তাহলে দেশের ব্যাংকিং খাতের প্রতি আমানতকারীদের আস্থা কোনদিন ফিরবে না।

মার্জিয়া আক্তার বলেন, আমার বাবা পরিবারের সুখের কথা চিন্তা করে পদ্মা ব্যাংকে আমান রেখেছেন। কিন্তু এখন মা গুরুতর অসুস্থ, কিডনি সমস্যায় ভুগছেন। চর এই বিপদের সময় বাবার হাতে টাকা নেই। মায়ে চিকিৎসা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাংকে টাকা থাকলেও মাসের পর মাস নিজেদের টাকা তুলতে পারছিনা। ব্রাঞ্চ কর্মকর্তারা আজ, কাল, পরশু বলে সময় ক্ষেপন করছেন। পর্যায়ক্রমে পদ্মা ব্যাংকে প্রতারিত অনেক ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় হয়েছে। এখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এর সমাধান চাই। আমাদের আমানত ফেরত দিতে হবে। বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের লাইসেন্স দিয়েছে, তাদেরকে দায়ভার নিতে হবে। আমরা আর সহ্য করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারকে বলবো, আমার মাকে বাঁচান, আমাদের টাকা ফেরত দিন।

আরেক আমানতকারী জুয়েলা আক্তার বলেন, তিল তিল করে জোগাড় করা টাকা ব্যাংকে রেখেছি। পরিবারের অন্যান্য সদস্যরাও নিরাপদ মনে করে ব্যাংকে টাকা রেখেছেন, এখন আমরা টাকা পাচ্ছিনা। বলা হয়- বিপদের বন্ধু সঞ্চয়। আর আমরা যখন বিপদে তখন সঞ্চয় তুলতে পারছিনা। এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারেনা। অনেক সময় ব্যাংকে টাকার জন্য গেলে কর্মকর্তারা আামদের সঙ্গে দুর্ব্যবহার করে। ধমক দিয়ে বের করে দেয়। এমন পরিস্থিতিতে আমরা কার কাছে যাবে, কার কাছে সমাধান চাইব। দেশে কি আমাদের জন্য কোন সাহায্যকারী নাই!

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার নেতৃত্বে ব্যাংকের সংকট উত্তরণের আশার আলো দেখা যেতে শুরু করে, এবং বাংলাদেশ ব্যাংক তার বিদেশি বিনিয়োগ আনার প্রতিশ্রুতির ভিত্তিতে ব্যাংকটিকে কয়েকটি নীতিগত সুবিধা প্রদান করে।কিন্তু দুঃখজনকভাবে, সরাফাত তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন। পরিবর্তে তিনি রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের কাছে মোট ৭১৫ কোটি টাকায় পদ্মা ব্যাংকের ৬৫% শেয়ার বিক্রি করেন। এই লেনদেনের পর মি. সরাফাতের আচরণ আরও স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে আরও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। একটি কর্তৃত্ববাদী সরকারের সহায়তায় তিনি প্রভাবশালী অবস্থানে চলে যান এবং নানা উপায়ে ব্যাংক থেকে সম্পদ লুটপাট করতে থাকেন।

এটি বিচ্ছিন্ন কোনো দুর্নীতির ঘটনা নয় এটি দীর্ঘদিন ধরে চলা একটি গোপন অংশীদারিত্ব জানিয়ে আমানতকারী ফয়সাল ভূইয়া বলেন: এই দুর্নীতির মূল কেন্দ্রে রয়েছেন দুইজন প্রভাবশালী ব্যক্তি পদ্মা ব্যাংক পিএলসি সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাত এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান।

এই অভ্যন্তরীণ চক্রটি নিম্নোক্ত অপরাধে জড়িত ছিল বলে অভিযোগ জালিয়াতি ও ভুয়া নথির মাধ্যমে ঋণ অনুমোদন, অনুমোদন ছাড়াই এসএমই ঋণের বিতরণ, প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাৎ (ভুয়া ঋণ বিতরণ এর মাধ্যমে)বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। তারেক রিয়াজ খান যখন ২০১৯ সালে এমডি হিসেবে যোগ দেন, তখন পদ্মা ব্যাংকের হাতে ছিল ১২০০ কোটি টাকা নগদ। ২০২৪ সালে তার পদত্যাগের সময় ব্যাংকের অবস্থান দাঁড়ায় ঋণাত্মক ৪০০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আমানতকারী মিরাজুর রহমান বলেন, ব্যবসার টাকা ব্যাংকে রেখ এখন আমরা পথের বিখারি। কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছিনা। ব্যাংকের শাখা অফিস, প্রধান অফিস ও বাংলাদেশ ব্যাংকে গিয়েও সমাধান পাচ্ছিনা। এর পরিণতিতে আমরা, সাধারণ আমানতকারীরা, আমাদের জমানো সব সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ