ঢাকা, শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী
ঘোড়াঘাটে মসজিদে তাওহীদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
মতিঝিল তিন তলা ভবনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কুষ্টিয়ায় ‘হাজার দুয়ারী’ শপিং কমপ্লেক্স উদ্ভোধন করলেন দানবীর আলাউদ্দিন আহমেদ
আইএসপিআরের বিজ্ঞপ্তি:ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো

কুষ্টিয়ায় ‘হাজার দুয়ারী’ শপিং কমপ্লেক্স উদ্ভোধন করলেন দানবীর আলাউদ্দিন আহমেদ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারীর আদলে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে গ্রামকে শহরে পরিনত করতে বাংলার ইতিহাসের ঐতিহাসিক স্থাপনা ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারী মঞ্জিলের আদলে জেলার সবচেয়ে বৃহত্তম আবাসিক ও বাণিজ্যিকসহ বহুমাত্রিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর বাজারে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে হাজার দুয়ারী ভবন স্থাপনার উদ্বোধন করা হয়। ভবনটি উদ্বোধন করেন হেলথ কেয়ার ফার্মিসিটিউক্যালের চেয়ারম্যান ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর ড. আলাউদ্দিন আহমেদ।
হাজার দুয়ারী প্রকল্পের প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, হাজার দুয়ারী প্রকল্পটি বাংলার ইতিহাসের ঐতিহাসিক স্থাপনা ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারী মঞ্জিলের থিম নিয়ে নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটির ডিজাইন করেছে প্রিন্সিপ্যাল আর্কিটেক। ভবনটি ৯তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন হবে, যার দৈর্ঘ্য সাড়ে ৬শত ফিট ও প্রস্থ ৬৫ ফিট। যেটা কুষ্টিয়া জেলায় সবচেয়ে বড় বাণিজ্যিক ও আবাসিক ভবন হবে এটি। ভবনে তিনতলা পর্যন্ত বাণিজ্যিক ৪ শতাধিক দোকান নির্মাণ এবং চারতলা থেকে নবম তলা পর্যন্ত আবাসিক ১২০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। যা স্বল্প মূল্যে সাধারণ মানুষের মাঝে বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও ছাদে হ্যালিপ্যাড এবং বেসমেন্টে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
হাজার দুয়ারী ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে ড. আলাউদ্দিন আহমেদ বলেন, মহান আল্লাহ পাক আমাকে দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। গ্রামকে শহরে রূপান্তরিত করে শহরের ওপর চাপ ও জনদূর্ভোগ কমাতে জেলা শহর ও রাজধানী ঢাকার সকল সুবিধা হাজার দুয়ারী ভবনে থাকবে। এই ভবনের দোকান ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ীদের মাঝে স্বল্প মূল্যে বরাদ্দ দেওয়া হবে এবং ফ্ল্যাটগুলোও অল্প মূল্যে স্বল্প আয়ের মানুষদেরকে বরাদ্দ দেওয়া হবে। যাতে করে স্বল্প আয়ের মানুষও ফ্ল্যাট বা একটা আবাসস্থল পায়।উদ্বোধনী অনুষ্ঠানে হাজার দুয়ারী প্রকল্পের প্রকৌশলী তারিকুল ইসলাম, গাজী মইনুল তারেক, প্রকল্পের ঠিকাদার মুরাদ হোসেন, সাংবাদিক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে হাজার দুয়ারী প্রকল্প ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। এ দোয়া পরিচালনা করেন বাহারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা আতিয়ার রহমান।

শেয়ার করুনঃ