প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে শিশু কিশোরের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাথরুম থেকে সিয়াম (১৩) নামে এক শিশু কিশোরের লাশ উদ্ধার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে কান্দিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সিয়াম একই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে স্কলারস স্কুল এন্ড কলেজের ৫ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, সিয়াম বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। তারপর সিয়াম বাসায় এসে বাথরুমে ঢুকে আর বের হয়নি। পরে দরজা ভেঙ্গে দেখি সিয়াম বাথরুমের ফ্লোরে পড়ে আছে। এরপর সিয়ামকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.