
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীর উত্তর টিয়াখালী গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে নারীসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে শুক্রবার বিকালে । আহতদের সূত্রে জানা যায়, টিয়াখালী গ্রামের বাদল ব্যাপারি গংরা ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত একই গ্রামের হারুন হাওলাদার, জুয়েল হাওলাদার গংদের কাছ থেকে ১ একর ৩৯ শতাংশ জমি সাব কবলা সূত্রে ক্রয় করেন। ক্রয় করা সম্পত্তি হারুন হাওলাদার গংরা বুঝিযে দিচ্ছেন না বছরের পর বছর ঘুরাচ্ছেন। এ জমি নিয়ে এর পূর্বেও হারুন হাওলাদার গংংরা বাদল ব্যাপারি গংদের মারধোর করেছে
।
ঐ মারধোরের ঘটনায় মামলা চলমান রয়েছে। শুক্রবার বিকালে বাদল ব্যাপারি গংরা তাদের সাব কবলা মুলে ক্রয় করা সম্পত্তিত্বে সার্ভেয়ার নিয়া মাপঝোক করতে গেলে হারুন হাওলাদার, জুয়েল হাওলাদার,আলমগীর হাওলাদার,সজল হাওলাদার, ফিরোজ হাওলাদার হাওলাদার গ্রপের লোকজন বাদল ব্যাপারি(৪০) হাবিব হাওলাদার (৬০) আলম হাওলাদার(৫৫) দেলেয়ারা বেগম (৫০) ঝড়না বেগম (৪০) কুলছুম বেগম (৩৫) কে দেশিয় লাঠি দ্বারা পিটিয়ে গরুতর আহত করেন। আহতদের স্থাণীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লে ভর্তি করেন।আহত দেলোয়ারা বেগম বলেন অনেক কষ্ট করে জমি ক্রয় করেছি। এখন জমির কাছে গেলেই আমাদের মারধোর করে, হুমকি দেয় আমাদের জীবনের জন্য শেষ কওে দেওয়ার ও হুমকি দিচ্ছে। আমরা এ ঘটনার বিচার চাই। এ ব্যাপারে ফিরোজ হাওলাদার বলেন , আমি মারামারি করি নাই । আমি উভয় পক্ষকে শান্ত রাখার জন্য চেষ্টা করেছি। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান রাশেদ জানান, আহদের যখাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. অরিফুল ইসলাম বলেন ঘটনা শুনেছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।