ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক
বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী

রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারকারী সেই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ২৯ নং পূর্ব ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষিকা মোসা. হেনা আক্তার শুধু অসদাচরণই করেননি, বরং এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ভাঙারও চেষ্টা করেন এঘটনায় শনিবার (১৭ মে) রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকতার হোসেন অভিযুক্ত সহকারী শিক্ষিকা মোসা. হেনা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছেন সহকারী শিক্ষিকা হেনা আক্তার। কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না—এ বিষয়ে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানাগেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে, যখন স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বিদ্যালয়টিতে অনিয়ম ও বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে যান। এ সময় সহকারী শিক্ষিকা হেনা আক্তার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। এই অপেশাদার আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকতার হোসেন বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের পরিবেশ যেন ন্যূনতম পেশাদারিত্ব বজায় থাকে, সে বিষয়ে আমরা সচেষ্ট।”

এদিকে স্থানীয় সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন। তাদের মতে, শিক্ষাঙ্গনে এ ধরনের অসৌজন্যমূলক ও আগ্রাসী আচরণ একদিকে যেমন গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, অন্যদিকে সেটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে।

শেয়ার করুনঃ