
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।যাত্রীবাহি মাহিন্দ্রা ও মেঘনা পেট্রোলিয়াম তেলবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রের চালকসহ ঘটনা স্থলে ৩ জন নিহত। তারা হলেন মাহিদ্রা চালক কয়রা থানার ভান্ডারপোল গ্রামের আলি হোসেন গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), একই থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত নুর আলী সানা ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫২), চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০)। আহতরা হলেন চৌকুনি গ্রামের মসজিদের ইমান মইনুল ইসলাম গাজী (৩৫), পিতা- মোতালেব গাজী, একসরা গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার।
খর্নিয়া হাইওয়ে থানার উপ- পরিদর্শক শিমুল মন্ডল বলেন, কয়রা থেকে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের একটি সভার উদ্দেশ্য রওনা দেয়। খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানার গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে আসলে সাতক্ষীরা গামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহি ট্রাক যশোর-ঢ-৪১-০০০৪ সাথে খুলনা গামী যাত্রীবাহি মাহিন্দ্রা- থ-১১-০১৭৫ এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩জন মারা যায়। আহতদেরকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগম আহত ইউনুচ মোড়ল, মনিরুজ্জামান, আব্দুস সাত্তার ও মইনুল ইসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত ৩ জনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ী রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। মর্মান্তিক এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
মোক্তার হোসেন।
কয়রা খুলনা।
Show quoted text