
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১ টায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম।
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন সরকার, অত্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ আমির হোসেন ভূঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ আশিকুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য ও কাশীনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ গনি মিয়া প্রমুখ।
এছাড়াও এলাকার বিশেষ গন্যমান্য ব্যক্তিবর্গ, অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।এসময় অভিভাবকগণ কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধির জন্য বিভিন্ন দাবী তুলে ধরেন।