
রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।
শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
রামপুরা থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেখান থেকে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে, তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুইটি বিদেশি পিস্তল যার গায়ে ‘Made in USA’ লেখা, দুইটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার, একটি চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি ও শটগানের সাতটি রাবার বুলেট। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে