ঢাকা, শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ঘরে স্বর্ণ রাখলে সন্তান হবে না’: অভিনব প্রতারক চক্রের তিনজন গ্রেফতার
পাঁচবিবিতে হরিবাসরে অর্ধ লক্ষ টাকা দিলেন ছাত্রনেতা শামীম
বিজয়নগর সীমান্তে ‘পুশ ইনের’ চেষ্টা বিএসএফের বিজিবির ২৫ ব্যাটালিয়ন টহল জোরদার
১২০ টাকায় পটুয়াখালীতে পুলিশ বাহিনীর সদস্য হলেন ২১ জন চাকুরী প্রার্থী
জীবননগর ফেনসিডিল ও মাদক কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ গ্রেফতার ৩
কালিয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ৫
নওগাঁয় ধর্ষণের শিকার ছাত্রী অভিযুক্ত কলেজ ছাত্র আটক
নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বনানীর সিগনেচার লাউঞ্জে অভিযানে ৪ জন গ্রেফতার ,বিদেশি মদসহ যা যা উদ্ধার হল
জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর
চট্টগ্রামের রেডিসনে চলছে জমজমাট ঈদুল আজহা ফেস্ট
দূর্নীতির আঁকড়া নড়াইল জেলা পরিষদ: আট মাসে দূর্নীতি মুক্ত করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
বিরামপুরে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুড়িয়ে দিলেন ভ্রম্যমান আদালত
ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা আমিনুল হক মারা গেছেন

বিজয়নগর সীমান্তে ‘পুশ ইনের’ চেষ্টা বিএসএফের বিজিবির ২৫ ব্যাটালিয়ন টহল জোরদার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় ভারতীয় সীমন্ত রক্ষী বিএসএফের ভারত থেকে মানব পুশ ইনের গুঞ্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল ১৫/০৫/২০২৫ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সীমান্তর রক্ষী বাহিনী বিজেপির উদ্যোগে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এদিকে, পুশইনের আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাড়তি সতর্কতা অবলম্বন করে সীমান্তে টহল জোরদার করেছে।

সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছু মানুষকে জড়ো করেছে বলে খবর পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি সতর্কতা জারি করা হয় এবং রাতভর টহল জোরদার রাখা হয়। এদিকে এলাকাবাসী ও বিজেপির সহযোগিতায় সতর্ক অবস্থানে সহযোগিতার জন্য রাতভর বিজিবির সাথেই ছিলেন।

নোয়াবাদী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও মোঃ জমশেদ জানান, বিজিবির তৎপরতা বেড়ে গেলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

বিষয়টি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, ‘পুশ ইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। এখনো সতর্ক অবস্থানে আছেন সীমান্ত এলাকার সবাই। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।’

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। ভারতীয় নাগরিকদের পুশ ইনের আশঙ্কায় আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি এবং ওই এলাকায় টহল জোরদার করেছি।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশ ঘটেনি যেকোনোভাবে পুশ ইনের করার চেষ্টা করলে তা যে কোন মূল্যে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা বলে জানান বিজেপিরপক্ষ থেকে তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ