
রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। গতকাল রাত ১টা থেকে ৪ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্রাপুর সার্কেলের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি, লাউঞ্জটি থেক ৫ কেজি সিসা, ২০টি সিসা সেবনের হুক্কা, ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (১৬ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতারকৃত ৪ আসামিসহ ৫ জনকে আসামি করা হয়েছে।
এদিন ডিএনসির ঢাকা মেট্রো. দক্ষিণের উপ-পরিচালক মো. মনজুরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় উপপরিচালক মো. মানজুরুল ইসলামের নেতৃত্বে ডিএনসির একটি রেইডিং পার্টি গতরাতে বনানীর আর এস আর টাওয়ারের সিগনেচার লাইঞ্চ নামের অবৈধ সিসা লাউঞ্জে অভিযান পরিচালনা করে। এসময় লাউঞ্জটির ক্যাশ কাউন্টার থেকে আসামী মো. স্বপন মিয়া, মো. শাকিল, মো. সিয়াম, আ. রায়হানকে আটক করা হয়। পরবর্তীতে অবৈধ সিসা লাউঞ্জ তল্লাশীকালে ৫ কেজি সিসা, ২০টি হুক্কা, ২ বোতল বিদেশি মদ, ক্যাশ বাক্স হতে সিসা বিক্রির ৭হাজার ৭৭২ টাকা, প্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংকে চেক বহি, যার ব্যবহৃত ৩৯ ও অব্যবহৃত ৬১ পাতা এবং পান্স কার্ড এবং একটি ডিভিআর মেশিন জব্দ করা হয়।
তৎক্ষনিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান য, তারেক জামিল ওই প্রতিষ্ঠানের ম্যানেজার তারা যৌথভাবে অংশিদারী ভিত্তিতে এই ব্যবসা পরিচালনা করেন।
এ ঘটনায় পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে ডিএনসি।
ডিআই/এসকে