প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ
শ্রীনগরে নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগরে
১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন, প্রতিরোধের পক্ষ ২০২৩ তৃনমূল পর্যায়ে নারীদের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষে উঠান বৈঠক করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের হানিফ ভুঁইয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম।
আরে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তাপাল, জাতীয় মহিলা সংস্থার সদস্য শাহানুর আজাদ, জাতীয় মহিলা সংস্থার সদস্য রহিমা বেগম সহ বিভিন্ন স্তরের জনগণ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.