
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি :চট্টগ্রামের রেডিসন ব্লু এর মেজবান হলে তিনদিনব্যাপী ঈদ-উল-আজহা ফেস্ট-২০২৫ , ১৫ মে থেকে শুরু হয়েছে।মেকাপ শেকাপ বাই জুহি চৌধুরীর আয়োজনে চট্টগ্রামের অন্যতম এই মেগা ইভেন্টের টাইটেল রূপা ফ্যাশনস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) চট্টগ্রাম ব্যুরো চীফ মোহাম্মদ শাহ নওয়াজ, বিশেষ অতিথি ছিলেন চুয়েট এর উপপরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। মেলা উপলক্ষে আয়োজক জুহি চৌধুরী বলেন, মেয়েদের সাথে ছেলেদের জন্যও দেশী ও বিদেশি সব কালেকশন নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের নিয়ে ৬০টির বেশি স্টল রয়েছে। এই মেগা ইভেন্টটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে, প্রবেশে কোন এন্ট্রি ফি লাগবে না। এই প্রদর্শনীতে সেলুন পার্টনার বিউটি বাফেট বিউটি সেলুন, স্কিনকেয়ার পার্টনার হামানদিস্তা, বিউটি পার্টনার স্কিনকেয়ার প্রোডাক্টস মিতা রহমান, মেকাপ পার্ট ফ্রেন্টিকা, ইভেন্ট পার্টনার – এক্টিভ ইভেন্ট ওয়েডিং প্ল্যানিং ফটোগ্রাফি পার্টনার তাসবির, ডেলিভারি পার্টনার আবদার। এছাড়াও ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে থাকছে টপ-নচ ডিজিটাল, বেভারেজ পার্টনার সান-কুইক, সিনেমাটোগ্রাফি পার্টনার মাস্টার অব চট্টগ্রাম।