মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মতিয়ার রহমান বুদা (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা এনিয়ে চলছে না গুঞ্জন।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বেপারীটোলা গ্রামের মৃত: আলিমুদ্দিনের ছেলে মতিয়ার রহমান বুদার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর স্ত্রী অনেক আগে মৃত্যু বরণ করেছে এবং সন্তানেরা অন্য জায়গায় অবস্থান করে। শুক্রবার (১৬ মে বৈকালে বুদার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা পুলিশে সংবাদ দেন। পুলিশ নিজ বসত ঘর থেকে বুদার লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ২/৩ দিন আগে ঐ বৃদ্ধের মৃত্যু হতে পারে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, উদ্ধার করা লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্টে আসলেই তা জানা যাবে।