কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রামানিক (৮০) বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন দক্ষিণ সাতখামারে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪ টায় বোদা উপজেলার এগারো মাইল এলাকায় জানাজা শেষে পারিবারিক প্রামানিক গোরস্থানে দাফন করা হয়।সাদ্দাম হোসেনের বাবা মরহুম আমিনুল হক প্রামানিক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে দিনাজপুর জেলার অন্তর্গত মুজিব বাহিনীর একটি দলের ডেপুটি কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান। তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুব লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।