
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,রাজিব (২২),আরাফাত (২৩),রাকিব (২৬),মিলন(২৮), ইমন(২৩),মিলন (৩২),মোক্তার(৩৩),তানভীর (৪২),বাবুল(৫৮),রাসেল (২৭),পবন (২৬),সানজিদা (৩৯),আরিফ (৩৫) ও জুনায়েদ (২৪)।
বৃহস্পতিবার (১৫ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ( ১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি বিশেষ অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ডিএমপি মামলায় ২ জন,দ্রুত বিচার আইনে ৪ জন,দূস্যতার চেষ্টা মামলায় ১ জন,সন্ত্রাস বিরোধ আইনে ১ জন,অন্যান্যও গ্রেফতারি ওয়ারেন্টে ৫ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে