
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: যুবকদেরকে কোরআনের আলোকে জীবন গড়তে হবে।পাশাপাশি সমাজেও এই আলো ছড়িয়ে দিতে হবে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে গতকাল বাদ মাগরিব অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাধারণ সভায় এ কথাই বললেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা যুব বিভাগের সেক্রেটারী ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের কাজ শুধু একটি দায়িত্ব নয়, বরং তা ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। এই কাজের গুরুত্ব অন্য যে কোনো ইবাদতের চেয়ে বড়, কারণ এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ মোঃ শহিদুল ইসলাম ,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম,ইউনিয়ন যুব সেক্রেটারী মোঃ মেহেদী হাসান ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মুনছুর রহমান প্রমুখ।শেষে দেশ ও জাতির কল্যাণ, ইসলামী আন্দোলনের সফলতা এবং যুব সমাজের চারিত্রিক উৎকর্ষ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।