
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একশত কৃষককে নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১৬ মে) সকাল ১০ টায় দিনব্যাপী এ কংগ্রেস ২০২৫ উদ্বোধন হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কংগ্রেসে উপস্থাপনা ও ট্রেইনার ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।২০২৪-২০২৫ অর্থবছরে গ্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রা্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপণেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার,বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থার যৌথ ব্যবস্থায় এ প্রকল্প বাস্থবায়ন করা হবে। কংগ্রেসে কৃষি উন্নয়নে সর্বশেষ পরিস্থিতি,উত্তম কৃষি চর্চা,পলিসি ও পরিকল্পনার বিষয় তুলে ধরা হয়।