ঢাকা, শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শাহবাগে নয়,আগারগাঁয়ে সংসদের মাধ্যমে সংস্কার করুন: ইঞ্জিনিয়ার শ্যামল
গরু নিয়ে যাওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, গরু ফেরত পেলেন অসহায় নারী
ঝিকরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান শিকদার গ্রেপ্তার
দশমিনায় ওয়ালটনের মিলিয়নিয়ার বর্ণাঢ্য শোভাযাত্রা
বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজে শোক সভায় ডা. শাহাদাত হোসেন
গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে সরকারকে হুশিয়ারী- এড. শাহ্ওয়ারেস আলী মামুন
ঘুমধুমে বিজিবি-পুলিশের পৃথক অভিযান ১২ হাজার ইয়াবা ও মটরবাইকসহ আটক -১
ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোরেলগঞ্জে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিভাগীয় সমাবেশ
অসুস্থ মেজর (অবঃ) আবদুল মান্নানকে দেখতে গেলেন বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৯
সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার
৩৩ খাল রক্ষণাবেক্ষন-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত সেচ্ছাসেবক
রাজাপুরে ৬ শিক্ষক কর্মরত বিদ্যালয়ে উপস্থিত মাত্র ১ জন, একই কক্ষে ৩ শ্রেণির পরীক্ষা
কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

গরু নিয়ে যাওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, গরু ফেরত পেলেন অসহায় নারী

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য গরু নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা মো. বেল্লাল হোসেন খানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, ভুক্তভোগী নারী নারগিস আক্তারের কাছে গরুটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশ জাতায়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নং শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন খান পাওনা টাকা আদায় করতে গিয়ে আবু বকরের পোষা গাভী তার গোয়াল থেকে নিয়ে এসেছেন। যা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়। এতে আমরা অত্যন্ত ব্যথিত হই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বেল্লাল হোসেন খানকে সমস্ত পদ ও পদবি থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত মো. বেলাল হোসেন খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দেই। যা এখন সুদে আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা ফেরত না দেওয়ায় আমি গরু নিয়েছিলাম। পরে রাতেই নার্গিস বেগমের কাছে লোকজনের উপস্থিতিতে গরুটি ফিরিয়ে দিয়েছি।

ভুক্তভোগী নারগিস আক্তার জানান, স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় নেই এবং খোঁজও রাখেন না। গার্মেন্টসে চাকরি করে সঞ্চিত অর্থে তিনি একটি দুধেল গরু কিনেছিলেন। সেই গরুর এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। গাভীটি নিয়ে যাওয়ার পর বাছুরটি না খেতে পেরে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তিনি ঝালকাঠি আদালতে মামলা করতে যান।

ভুক্তভোগী গৃহবধূ নারগিস আক্তার বলেন, গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকা ছাড়া। স্ত্রীর খোঁজখবরও রাখছেন না তিনি। গার্মেন্টসে চাকরি করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি নারগিস বেগম একটি দুধের গরু কেনেন। সেই গরুটির এক মাসের একটি বাছুরও রয়েছে। কিন্তু তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন খান গরুটি নিয়ে যান। কিন্তু মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। এরপর ঝালকাঠি আদালতে মামলা করতে যাই। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মো. বেলাল হোসেন খান গরু ফেরত দেওয়ার কথা বলে আদালত থেকে বাড়িতে নিয়ে আসে এবং রাতে স্থানীয় লোকজনের সামনে গরু ফেরত দেন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বেল্লাল হোসেন খানের এমন আচরণ কোনো সভ্য সমাজে কাম্য নয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

শেয়ার করুনঃ