
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। আর স্বাস্থ্য রক্ষার জন্য দরকার রোগ জীবানু থেকে দূরে থাকা। তাই সুস্থতার জন্য হাত ধোয়া অত্যান্ত জরুরি। এই হাত ধোয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবিধ কারণে হাত নোংরা হয়ে প্রতিদিন হাজারো জীবাণু দেহে সংক্রমিত হয়। তাই নিয়মিত দিনে কমপক্ষে পাঁচবার সঠিক নিয়মে হাত ধোয়া দরকার। শিশুদের হাতে ময়লা বেশি থাকে এবং নিজের অজান্তেই মুখে হাত দেয়। তাই শিশুরা হাত না ধুয়ে খেলে পেটের পিড়াসহ অন্যান্য রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। একারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে। কেননা বাবা মাযের পর শিক্ষকদের অবস্থান। এই শিক্ষকরা কোন কিছুতে অভ্যস্ত করলে শিক্ষার্থীরা তা ভালভাবে গ্রহণ করে।
১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হাত ধোয়া দিবসের আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী। জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক মুস্তাফিজুর রহমান, জেজেএস বিডব্লিউএসই এলাকা প্রকল্প সমন্বয়কারী জিয়া আহমেদ, কমিউনিটি মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ফারুক আল মাসুদ, সিএইচপি সুমিত্রা হালদার, সেলিনা খাতুন, নাসরিন আক্তার প্রমূখ।