পটুয়াখালীর দশমিনায় দেশজুড়ে তোলপাড় ওয়ালটন পণ্য কিনে পেতে পারেন আবারও মিলিয়নিয়ার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, রাকিব টেলিকম পুজা খোলা,কলেজ রোড,দশমিনা'র আয়োজনে ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রা টি এ প্রতিষ্ঠানের সামনে থেকে শুরু হয়ে দশমিনার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে যথা স্হানে এসে শেষ হয়। এ মিলিয়নিয়ার শোভাযাত্রায় এসময় রাকিব টেলিকম'র সত্বাধিকারী মোঃ মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন স্তরের মানুষজন বাদ্য যন্ত্র নিয়ে আনন্দ সহকারে অংশ গ্রহণ করেন। এছাড়াও এসময় শতাধিক রিক্সা ও টমটমে ওয়ালটনের বিভিন্ন পণ্য সামগ্রী পর্দশন করা হয়।