
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন,ন ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধে খাল ও লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১ জুন থেকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে। ডিএনসিসির এসব নির্ধারিত স্বেচ্ছাসেবীরা ৩৩ খাল রক্ষণাবেক্ষন-সবুজায়নে কাজ করবেন।
বৃহস্পতিবার (১৫ মে ) গুলশান ডিএনসিসি নগরভবনে এক সভায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একত্রে কাজ করবে।
সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সেচ্ছাসেবকরা সরজমিন পরিদর্শনকালে খালসমূহের বিদ্যমান অবস্থার বিবরণ সভাকে অবহিত করে এবং সমাধানে করণীয় কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
বিষয়গুলো খুবদ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।
কর্ম পরিকল্পনা অনুযায়ী রামপুরা খাল নিয়ে কাজ করবে গ্রিন ভয়েস, আব্দুল্লাহপুর খাল নিয়ে কাজ করবে ওএবি ফাউন্ডেশন (আরএসডিবি) এইমন ৩৩টি খালের নির্দিষ্ট স্থানকে নিজেদের কর্মক্ষেত্র হিসেবে ব্রাইটার্স, হিউম্যান সেফটি ফাউন্ডেশন, ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান), স্মৃতি সরকার, দক্ষিণখান ওয়েলফেয়ার সোসাইটি, ইয়ুথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আলোকিত করি আমরা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বণ্টন করেন।
এ বিষয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোসঙ্গে আগামী সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, নগর পরিকল্পনাবিদ সানজিদা হকসহ কর্মকর্তারা।
ডিআই/এসকে